বরিশালের এয়ারপোর্ট থানা পুলিশ গত ২১ এপ্রিল একটি সফল অভিযান পরিচালনা করে হারানো মোবাইল ফোন, প্রায় এক কেজি ওজনের রুপার গহনা এবং ১ লাখ ৭৪ হাজার টাকা উদ্ধার করেছে। এই মালামাল উদ্ধার করে ভুক্তভোগী সজল কুমার মিস্ত্রি (৩২)-কে ফেরত দেওয়া হয়েছে।
এয়ারপোর্ট থানার ওসি মো. জাকির সিকদার জানান, গত ১৭ এপ্রিল সকাল ১০টার দিকে সজল কুমার মিস্ত্রি বরিশালের নাজিরা পুলের কাছে রিকশায় করে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে রওনা হন। নথুল্লাবাদ বাস স্ট্যান্ডে পৌঁছানোর পর তাড়াহুড়ো করে রিকশা থেকে নামার সময় তিনি ভুলবশত একটি কালো ট্রাভেল ব্যাগ রিকশায় ফেলে যান। অনেক খোঁজাখুঁজির পর ব্যাগটি না পেয়ে সজল কুমার মিস্ত্রি এয়ারপোর্ট থানায় একটি অভিযোগ করেন।
এসআই মো. রিয়াজুল ইসলামের নেতৃত্বে এয়ারপোর্ট থানা পুলিশ তথ্য প্রযুক্তি এবং সোর্স ব্যবহার করে তিন দিন ধরে অভিযান চালিয়ে রিকশাচালক মো. রিপন ভুইয়া (৩৮)-কে সনাক্ত করে। ২১ এপ্রিল রাত ১:৩০ টায় কাউনিয়া থানাধীন রিপনের বাসায় অভিযান চালিয়ে ব্যাগটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ব্যাগের মধ্যে ছিল নগদ ১ লাখ ৭৪ হাজার টাকা, ৯.৬৩ গ্রাম রুপার নূপুর, একটি অ্যান্ড্রোয়েড মোবাইল ফোন এবং এক গুচ্ছ লকারের চাবি।
রিকশাচালক রিপন ভুইয়াকে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান, যাত্রীকে নামানোর পর রিকশায় ফেলে যাওয়া ব্যাগটি তিনি নিজের বাসায় রেখে দেন। পরে পুলিশ অভিযান চালিয়ে ব্যাগটি উদ্ধার করে।
ভুক্তভোগী সজল কুমার মিস্ত্রি এয়ারপোর্ট থানা পুলিশের তৎপরতায় ব্যাগটি উদ্ধার হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, "হারানো অর্থ এবং রৌপ্য গহনা ফিরে পেয়ে আমি পুলিশের প্রতি চিরকাল কৃতজ্ঞ।"
এয়ারপোর্ট থানা পুলিশের এই উদ্যোগের ফলে বরিশালে সজল কুমার মিস্ত্রির হারানো মালামাল ফিরে পাওয়ার সুযোগ হয়েছে এবং পুলিশি কাজের প্রতি স্থানীয় জনগণের আস্থা আরও বৃদ্ধি পেয়েছে।
অফিস: হাবিব ভবন, ১১৮ সদর রোড, বরিশাল।
মোবাইল: ০১৭৪২-২৮০৪৯৮
মেইল: dailybarishalsangbad@gmail.com
Copyright © 2025 বরিশাল সংবাদ | Barisal News - জেলার সর্বশেষ আপডেট". All rights reserved.