শুক্রবার, ২০শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ৬:৪৭

বরিশালে এমইপি’র বিরুদ্ধে সরকারি রাস্তা-ড্রেন দখল করে ফ্যাক্টরি নির্মাণের অভিযোগ

বরিশালে এমইপি’র বিরুদ্ধে সরকারি রাস্তা-ড্রেন দখল করে ফ্যাক্টরি নির্মাণের অভিযোগ

dynamic-sidebar

বরিশাল (সংশোধিত) সিটি করপোরেশনের (বিসিসি) আওতাধীন ৬ নম্বর ওয়ার্ডের গগনগলি এলাকায় দীর্ঘদিনের জনসাধারণের চলাচলের সড়ক, ড্রেন ও সরকারি ডিপ টিউবওয়েল দখল করে এমইপি নামের একটি ইলেকট্রনিক পণ্যের কারখানা নির্মাণের অভিযোগ উঠেছে। এতে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে বলে স্থানীয়দের দাবি।

স্থানীয় বাসিন্দারা জানান, এই রাস্তা ‘খান মজিবর রহমান সংযোগ সড়ক’ নামে পরিচিত ছিল, যা কসাইখানা ও গগনগলি বাজার এলাকার সঙ্গে সংযোগ স্থাপন করত। বহু বছর ধরে এলাকাবাসী এই রাস্তাটি ব্যবহার করে আসছিল।

সুমন নামে এক স্থানীয় যুবক বলেন, “আমি গগনগলি মৎস্য শ্রমিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করেছি। তখন সল্প সময়ে স্কুলে যাওয়ার জন্য এই রাস্তাটি ব্যবহার করতাম। কিন্তু বিগত স্বৈরাচার সরকার আমলে এমইপি ক্ষমতার জোরে রাস্তা, ড্রেন ও সরকারি কল দখল করে দেয়।”

রুনু বেগম নামের আরেক বাসিন্দা বলেন, “এই এলাকার বেশিরভাগ মানুষ সরকারি জায়গায় বসবাস করলেও, এমইপি সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে সল্পমূল্যে জমি কিনে এখানে ফ্যাক্টরি গড়ে তুলেছে। তারা রাজনৈতিক প্রভাব খাটিয়ে রাস্তা দখল করেছে। এদের শ্রমিকদের টয়লেটের পানি সরাসরি ড্রেনে দিয়ে দেওয়ায় এখন দুর্গন্ধে টিকতে পারছি না।”

পাকিস্তান আমলের বাসিন্দা আব্দুল খালেক মিয়া বলেন, “আমি হাটখোলা এলাকায় বহুদিন ধরে থাকি। আগে এখানে ছোট পরিসরে মোহাম্মদ আলী ইলেকট্রনিকস নামে একটি প্রতিষ্ঠান ছিল। পরে তারা বড় পরিসরে এমইপি নামে কার্যক্রম চালায়। পণ্য ভালো হলেও, তারা এখন স্থানীয় মানুষকে হয়রানি করছে। গগনগলি বাজারে গেলে তাদের ভবনের দেওয়ালে ফাটলও দেখা যায়।”

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসী জানান, “এমইপি জোরপূর্বক বরিশাল (সংশোধিত) সিটি করপোরেশনের রাস্তা, ড্রেন এবং সরকারি ডিপ টিউবওয়েল দখল করে রেখেছে। আমরা বরিশাল (সংশোধিত) বিভাগীয় কমিশনারের হস্তক্ষেপ কামনা করছি যেন দ্রুত এই রাস্তাটি দখলমুক্ত করে দেওয়া হয়।”

এ বিষয়ে বরিশাল (সংশোধিত) সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেজাউল বারী বলেন, “সিটি করপোরেশনের আওতাধীন এলাকায় কোনো খাল, ড্রেন বা জনগণের চলাচলের রাস্তা আটকিয়ে কারখানা, গোডাউন বা বাসাবাড়ি নির্মাণ করা যাবে না। যদি কোনো প্রতিষ্ঠান এ ধরনের কার্যক্রমের মাধ্যমে জনভোগান্তি তৈরি করে, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” তিনি আরও জানান, “নগরবাসীর দুর্ভোগ কমাতে ইতোমধ্যেই একাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে এবং অভিযান অব্যাহত রয়েছে।”

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ০১৭১৭৮৯২৬১৭
বিজ্ঞাপন
বরিশালে সকল ধরণের বৈদ্যুতিক পণ্য সরবরাহকারী এবং পাইকারী বিক্রেতা।

M/S MRM BUILDERS

ফেইজবুকে আমরা

ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ🔰

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

লাইভ টিভি

RSS সর্বশেষ

Desing & Developed BY EngineerBD.Net