পবিত্র ঈদ-উল-আযহা ২০২৫-কে স্বাগত জানিয়ে বরিশাল (সংশোধিত) মহানগরীতে এক বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার (৫ জুন) রাতে আয়োজিত এই শোভাযাত্রা নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে নগরবাসীর দৃষ্টি আকর্ষণ করে।
এই ঈদ শোভাযাত্রায় নেতৃত্ব দেন এনসিপির বরিশাল (সংশোধিত) জেলা যুগ্ম সমন্বয়কারী মির্জা তামিম হাসান এবং মহানগর এনসিপির সমন্বয়কারী মোঃ আবদুল্লাহ।
এছাড়া উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রধান সমন্বয়কারী মোঃ জাকির হোসেন তালুকদার, মহানগর নেতা মোঃ জাহিদুর ইসলামসহ দলের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।
শোভাযাত্রা শেষে নেতৃবৃন্দ বলেন, “ঈদের আনন্দকে সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিতে এবং সামাজিক সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যেই আমাদের এই আয়োজন। আগামীতেও এনসিপি জনগণের পাশে থেকে এমন কর্মসূচি অব্যাহত রাখবে।”
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply