বরিশাল (সংশোধিত) নগরের হেমায়েতউদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আগামী শনিবার (৭ জুন) সকাল ৭:৩০টায় ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে। বরিশাল (সংশোধিত) সিটি করপোরেশন জানিয়েছে, ইতোমধ্যে ঈদ জামাতের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
বরিশাল (সংশোধিত) বিভাগের বিভিন্ন মসজিদ ও ঈদগাহ ময়দানে ঈদুল আজহার নামাজ আদায়ের জন্য প্রস্তুত স্থানীয় প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন। বেশ কিছু মসজিদে দুটি করে জামাতের আয়োজন করা হয়েছে।
স্থান | প্রথম জামাত | দ্বিতীয় জামাত |
---|---|---|
হেমায়েতউদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ | সকাল ৭:৩০ | (প্রধান জামাত) |
কেন্দ্রীয় বায়তুল মোকাররম মসজিদ | সকাল ৮:০০ | সকাল ৯:০০ |
কসাই জামে মসজিদ | সকাল ৮:০০ | সকাল ৯:০০ |
জামে এবায়েদুল্লাহ মসজিদ | সকাল ৮:০০ | সকাল ৯:০০ |
আলহাজ ইউছুমদ্দিন জামে মসজিদ (দক্ষিণ আলেকান্দা) | সকাল ৮:০০ | সকাল ৯:০০ |
কেরামতিয়া জামে মসজিদ (সদররোড) | সকাল ৮:০০ | সকাল ৯:০০ |
মেডিকেল কলেজ সেন্ট্রাল মসজিদ | সকাল ৮:০০ | – |
জেলা মডেল মসজিদ | সকাল ৭:৩০ | – |
প্রতিবছরের মতো এবারও বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে। তবে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারা এবারে অংশ নিচ্ছেন না, কারণ তারা আত্মগোপনে রয়েছেন।
ঈদের দিন যদি বৃষ্টি হয় এবং ঈদগাহে জামাত আয়োজন সম্ভব না হয়, তবে প্রতিটি মুসল্লি তাদের নিজ নিজ এলাকার মসজিদে জামাতে অংশ নিতে পারবেন।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply