শুক্রবার, ২০শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ৬:৫৭

বরিশালে ঈদুল আজহার প্রধান জামাত শনিবার সকাল সাড়ে ৭টায় | ঈদ জামাত সময়সূচি ২০২৫

বরিশালে ঈদুল আজহার প্রধান জামাত শনিবার সকাল সাড়ে ৭টায় | ঈদ জামাত সময়সূচি ২০২৫

dynamic-sidebar

বরিশাল (সংশোধিত) নগরের হেমায়েতউদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আগামী শনিবার (৭ জুন) সকাল ৭:৩০টায় ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে। বরিশাল (সংশোধিত) সিটি করপোরেশন জানিয়েছে, ইতোমধ্যে ঈদ জামাতের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

🕋 জেলার সহস্রাধিক মসজিদ ও ঈদগাহে ঈদের জামাত

বরিশাল (সংশোধিত) বিভাগের বিভিন্ন মসজিদ ও ঈদগাহ ময়দানে ঈদুল আজহার নামাজ আদায়ের জন্য প্রস্তুত স্থানীয় প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন। বেশ কিছু মসজিদে দুটি করে জামাতের আয়োজন করা হয়েছে।

🔹 নগর এলাকার ঈদের জামাত সময়সূচি (২০২৫):

স্থান প্রথম জামাত দ্বিতীয় জামাত
হেমায়েতউদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ সকাল ৭:৩০ (প্রধান জামাত)
কেন্দ্রীয় বায়তুল মোকাররম মসজিদ সকাল ৮:০০ সকাল ৯:০০
কসাই জামে মসজিদ সকাল ৮:০০ সকাল ৯:০০
জামে এবায়েদুল্লাহ মসজিদ সকাল ৮:০০ সকাল ৯:০০
আলহাজ ইউছুমদ্দিন জামে মসজিদ (দক্ষিণ আলেকান্দা) সকাল ৮:০০ সকাল ৯:০০
কেরামতিয়া জামে মসজিদ (সদররোড) সকাল ৮:০০ সকাল ৯:০০
মেডিকেল কলেজ সেন্ট্রাল মসজিদ সকাল ৮:০০
জেলা মডেল মসজিদ সকাল ৭:৩০

🔹 বিভাগীয় পর্যায়ের অতিথিদের অনুপস্থিতি

প্রতিবছরের মতো এবারও বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে। তবে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারা এবারে অংশ নিচ্ছেন না, কারণ তারা আত্মগোপনে রয়েছেন।

🌧️ বৃষ্টি হলে বিকল্প ব্যবস্থা

ঈদের দিন যদি বৃষ্টি হয় এবং ঈদগাহে জামাত আয়োজন সম্ভব না হয়, তবে প্রতিটি মুসল্লি তাদের নিজ নিজ এলাকার মসজিদে জামাতে অংশ নিতে পারবেন।

🕌 বৃহৎ জামাতের অন্যান্য স্থান:

  • চরমোনাই দরবার শরীফ – সকাল ৮:৩০
  • নেছারাবাদ ঈদগাহ ময়দান – সকাল ৮:৩০
  • গুঠিয়া বাইতুল আমান জামে মসজিদ – সকাল ৮:৩০

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ০১৭১৭৮৯২৬১৭
বিজ্ঞাপন
বরিশালে সকল ধরণের বৈদ্যুতিক পণ্য সরবরাহকারী এবং পাইকারী বিক্রেতা।

M/S MRM BUILDERS

ফেইজবুকে আমরা

ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ🔰

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

লাইভ টিভি

RSS সর্বশেষ

Desing & Developed BY EngineerBD.Net