“আর নয় যুদ্ধ, বিশ্বব্যাপী শান্তি চাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশাল (সংশোধিত) মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) আয়োজনে পালিত হয়েছে আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস-২০২৫। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অংশগ্রহণের ৩৭ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠান বৃহস্পতিবার সকাল ১০টায় বিএমপি পুলিশ লাইন্স ড্রিলশেটে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল (সংশোধিত) রেঞ্জের ডিআইজি মো: মঞ্জুর মোর্শেদ আলম। সভাপতিত্ব করেন বিএমপি পুলিশ কমিশনার মো: শফিকুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মেজর মো: আসাদুজ্জামান প্রিন্স (বরিশাল (সংশোধিত) ক্যাম্প), স্কোয়াড্রন লিডার মো: মুবিন (বিএএফ রাডার ইউনিট, বরিশাল (সংশোধিত)), ইউনিসেফ বরিশাল (সংশোধিত) বিভাগের সিএফও মো: আনোয়ার হোসেনসহ বিভিন্ন সামাজিক, স্বেচ্ছাসেবী সংগঠন এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
আয়োজনে শান্তির প্রতীক পায়রা, বেলুন ও ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। পরে অতিথিদের অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। শান্তি রক্ষায় শহীদ সকল সদস্যের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে মো: মঞ্জুর মোর্শেদ আলম বলেন, “বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের অবদান আজ আন্তর্জাতিকভাবে স্বীকৃত। জাতি, ধর্ম, লিঙ্গ নির্বিশেষে আমাদের একসঙ্গে কাজ করতে হবে। শান্তি প্রতিষ্ঠাই প্রথম শর্ত, আর সেটির জন্য চাই ঐক্য।”
তিনি আরও বলেন, “যুদ্ধ নয়, আমরা চাই শান্তি। পারমাণবিক বোমা নয়, চাই মানবিকতা। ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনে নিরীহ মানুষের ওপর নির্মম অত্যাচারের আমরা তীব্র নিন্দা জানাই। আমরা শান্তি প্রতিষ্ঠার পক্ষে, মানবতার পক্ষে।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম ও অপারেশনস) খন্দকার মোঃ শামীম হোসেন, ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) আবু আহাম্মদ আল মামুন, আরআরএফ কমান্ড্যান্ট (অ্যাডিশনাল ডিআইজি) মোঃ আব্দুস সালাম, অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন ও ফিন্যান্স) মোঃ নাজিমুল হক এবং উপ-পুলিশ কমিশনারবৃন্দ।
সরকারি-বেসরকারি সংস্থা, বিভিন্ন বাহিনীর সদস্য এবং বিভাগীয় পুলিশ ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানটি শেষ হয়।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply