বরিশাল নগরীর কোতোয়ালি থানাধীন ১২ নম্বর ওয়ার্ডে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় অন্তত পাঁচজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১ মে ) সকালে ভুক্তভোগী মো. আতিকুর রহমান মামুন (৪২) বরিশাল কোতোয়ালি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, বুধবার (৩০ এপ্রিল) রাত ১ টার দিকে বরিশাল নগরীর ১২ নম্বর ওয়ার্ডের আবাসিক এলাকায় অভিযুক্ত একদল সন্ত্রাসী হিরন, লিমনসহ আরও ১২ থেকে ১৩ জন হামলা চালায়। এ সময় তারা বসতঘরে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায় এবং বাড়ির সদস্যদের মারধর করে। হামলার সময় আহত হন আবদুল হালিমসহ পরিবারের বেশ কয়েকজন সদস্য। গুরুতর আহতদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আতিকুর রহমান মামুন অভিযোগে করেন, পূর্ব শত্রুতার জেরে তারা পরিকল্পিতভাবে তার বাসায় হামলা চালিয়েছে। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রশাসনের কাছে অনুরোধ, দোষীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা হোক।
এ বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
অফিস: হাবিব ভবন, ১১৮ সদর রোড, বরিশাল।
মোবাইল: ০১৭৪২-২৮০৪৯৮
মেইল: dailybarishalsangbad@gmail.com
Copyright © 2025 বরিশাল সংবাদ | Barisal News - জেলার সর্বশেষ আপডেট". All rights reserved.