সৌদি আরবের সাথে মিল রেখে বরিশাল (সংশোধিত)সহ আশপাশের জেলায় আগাম ঈদ-উল আজহা উদযাপন করছেন চট্টগ্রামের চন্দনাইশ এলাহবাদ জাহাগীরিয়া শাহছুফি দরবার শরীফের অনুসারীরা। আজ শুক্রবার (০৬ জুন) সকাল থেকে বরিশাল (সংশোধিত)ের বিভিন্ন মসজিদে ঈদের নামাজ আদায় করে পশু কোরবানি দিয়েছেন মুসল্লিরা।
বরিশাল (সংশোধিত) নগরীর তাজকাঠী, জিয়া সড়ক, টিয়াখালী, হরিনাফুলিয়া ও সাহেবের হাটসহ বিভিন্ন এলাকায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এর মধ্যে ২৩ নম্বর ওয়ার্ডের তাজকাঠী হাজীবাড়ি জামে মসজিদে সকাল ৮টা ৩০ মিনিটে এবং পূর্ব হরিনাফুলিয়ার চৌধুরী বাড়ি শাহ মমতাজিয়া জামে মসজিদে সকাল ৯টা ২০ মিনিটে জামাত অনুষ্ঠিত হয়।
এছাড়া জেলার বাবুগঞ্জ, মুলাদী, হিজলা, মেহেন্দীগঞ্জ ও সদর উপজেলার একাধিক গ্রামে দরবার শরীফের অনুসারীরা ঈদ উদযাপন করছেন। এসব এলাকায় চন্দনাইশ দরবার শরীফের অন্তত আড়াই হাজার অনুসারী পরিবার রয়েছে।
স্থানীয়দের মতে, সৌদি আরবসহ বিশ্বের যেকোনো প্রান্তে চাঁদ দেখা গেলে তার অনুসরণে ঈদ পালন করেন দরবার শরীফের অনুসারীরা। এ বছর বরিশাল (সংশোধিত) বিভাগজুড়ে অন্তত ২০ হাজার পরিবারের এক লাখের বেশি মানুষ আগাম ঈদ উদযাপন করছেন।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply