শুক্রবার, ২০শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ৭:৫৮

বরিশালে অজ্ঞান পার্টির ৪ সদস্য গ্রেফতার

বরিশালে অজ্ঞান পার্টির ৪ সদস্য গ্রেফতার

dynamic-sidebar

বরিশাল (সংশোধিত)ে অজ্ঞান করে সর্বস্ব লুটে নেওয়া সংঘবদ্ধ চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে লুটকৃত ১৭টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২৭ মে) ডিবি পুলিশের এসআই মো. লোকমান হোসেন সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।

গ্রেফতারকৃতরা হলেন- বরিশাল (সংশোধিত)ের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের দাওকাঠী এলাকার আ. ছাত্তারের ছেলে সাইদুল ইসলাম ওরফে শান্ত (৪২), ঝালকাঠির নলছিটি উপজেলার মধ্য কন্দেবপুর এলাকার মন্নাফ লস্করের ছেলে বাপ্পি লস্কর (২৮), মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর বাঘেরপাড়া এলাকার আলী আকবর ফকিরের ছেলে মো. নাজমুল (৩০) এবং সদর উপজেলার চানপুরা শরীফ বাড়ির ইয়াকুব আলীর মেয়ে সাথী আক্তার (৪০)।

এসআই লোকমান হোসেন জানান, গ্রেফতারকৃত নাজমুল রুপাতলী এলাকার একটি অটো গ্যারেজের মালিক। বাকি তিনজন বরিশাল (সংশোধিত) নগরীর ধান গবেষণা ও সিএন্ডবি রোড এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

অভিযোগ রয়েছে, এ চক্রটি বরিশাল (সংশোধিত) নগরীর অটোরিকশা চালক শুভকে চেতনানাশক খাইয়ে অজ্ঞান করে তার অটোরিকশা নিয়ে যায়। পরে ভুক্তভোগীর মালিক নুর আলম সিদ্দিকী কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ কমিশনারের নির্দেশে ডিবি পুলিশ তদন্ত শুরু করে এবং সোমবার নগরীর সিএন্ডবি রোড মসজিদ গলি এলাকার একটি বাসা ও কালিজিরা বাজারের একটি গ্যারেজে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে এবং তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ০১৭১৭৮৯২৬১৭
বিজ্ঞাপন
বরিশালে সকল ধরণের বৈদ্যুতিক পণ্য সরবরাহকারী এবং পাইকারী বিক্রেতা।

M/S MRM BUILDERS

ফেইজবুকে আমরা

ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ🔰

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

লাইভ টিভি

RSS সর্বশেষ

Desing & Developed BY EngineerBD.Net