পটুয়াখালীর কুয়াকাটায় বিশেষ অভিযানে জুয়া খেলাকালীন বরিশাল (সংশোধিত) জেলার ৭ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৭ মে) রাতে কুয়াকাটার একটি আবাসিক হোটেলে এ অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কুয়াকাটা পর্যটন এলাকার ওই হোটেলে অভিযান চালিয়ে জুয়া খেলার সময় হাতেনাতে ৭ জনকে আটক করা হয়। আটকরা সবাই বরিশাল (সংশোধিত)ের বিভিন্ন এলাকার বাসিন্দা। তাদের কাছ থেকে নগদ টাকা, তাসসহ জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
মহিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল ইসলাম জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং শনিবার (১৮ মে) সকালে তাদের আদালতে পাঠানো হয়।
স্থানীয়দের অভিযোগ, কুয়াকাটার বিভিন্ন হোটেলে দীর্ঘদিন ধরে বহিরাগতদের অংশগ্রহণে জুয়ার আসর চলছিল। এতে এলাকাবাসী ও পর্যটকরা বিরূপ প্রভাব ফেলছে। পুলিশ জানিয়েছে, এ ধরনের অপরাধ দমনে নিয়মিত অভিযান চলবে।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply