শুক্রবার, ২০শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ৭:৪০

বরিশালের বিভিন্ন সড়কে হাঁটুপানি, জনদূর্ভোগ চরমে

বরিশালের বিভিন্ন সড়কে হাঁটুপানি, জনদূর্ভোগ চরমে

dynamic-sidebar

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপের কারণে বৃষ্টিতে তলিয়ে গেছে বরিশাল (সংশোধিত) নগরীর বিভিন্ন এলাকা। এতে নগরীর বিভিন্ন স্থানে হাঁটু সমান পানি জমেছে। ফলে চরম দুর্ভোগে পড়েছেন এসব এলাকার বাসিন্দারা।

শুক্রবার (৩০ মে) সকালে বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে জলাবদ্ধতার এ চিত্র। বিশেষ করে বরিশাল (সংশোধিত) নগরীর প্রাণকেন্দ্রে বটতলা থেকে চৌমাথা সড়ক, বগুড়া রোডের একাংশ, রাজাবাহাদুর সড়কসহ অলিগলিতে জলাবদ্ধতা দেখা গেছে।

এছাড়া নগরীর চৌমাথা সিএন্ডবি রোড সংলগ্ন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি), শহীদ আব্দুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, বিএম কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানেও বৃষ্টির পানি জমে রয়েছে।

সিএনজিচালিত অটোরিকশা চালক শামিম বলেন, পানি লেগে গাড়ি বিকল হয়ে যাচ্ছে। মোটরে পানি ঢুকে সমস্যা হওয়ায় তা সারাতে পকেট থেকে টাকা গুনতে হয়েছে। এছাড়া পানির কারণে রাস্তাঘাটে মানুষও কম, তাই আয়ও কমেছে।

বরিশাল (সংশোধিত) নগরীর বটতলা এলাকার বাসিন্দা কালু বলেন, যতই খাল খনন আর ড্রেন পরিষ্কার করুক, বটতলা থেকে চৌমাথা সড়ক সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায়। তাই বাসা থেকে বের হয়ে বাজারসহ সব কাজই হাঁটু সমান পানির মধ্যে করতে হচ্ছে।

বরিশাল (সংশোধিত) আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক আনিসুর রহমান বলেন, শুক্রবার সকাল ৯টা নাগাদ ১৪১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বরিশাল (সংশোধিত)ে। আজও দিনভর বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এদিকে নিম্নচাপের প্রভাবে বরিশাল (সংশোধিত) নদী বন্দরে এখনো ২ নম্বর সতর্কতা সংকেত জারি রয়েছে। ফলে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএ বরিশাল (সংশোধিত) নদীর বন্দরের যুগ্ম পরিচালক (বন্দর ও পরিবহন বিভাগ) শেখ মোহাম্মদ সেলিম রেজা।

তিনি বলেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল ধরনের নৌযান চলাচল বন্ধ থাকবে।

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ০১৭১৭৮৯২৬১৭
বিজ্ঞাপন
বরিশালে সকল ধরণের বৈদ্যুতিক পণ্য সরবরাহকারী এবং পাইকারী বিক্রেতা।

M/S MRM BUILDERS

ফেইজবুকে আমরা

ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ🔰

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

লাইভ টিভি

RSS সর্বশেষ

Desing & Developed BY EngineerBD.Net