নদী, খাল আর প্রাকৃতিক সৌন্দর্যের অপার লীলাভূমি বরিশাল।
'প্রাচ্যের ভেনিস' নামে খ্যাত বরিশাল নগরীর প্রাণকেন্দ্রে রয়েছে এক ঐতিহাসিক নিদর্শন — বিবির পুকুর। কীর্তনখোলা নদীর তীরে গড়ে ওঠা এই নগরী ক্রমেই বিস্তৃত হয়েছে এই ঐতিহাসিক পুকুরকে ঘিরে।
বরিশাল শহরের সদর রোডের পূর্ব পাশে অবস্থিত বিবির পুকুর প্রায় ৪০০ ফুট দীর্ঘ এবং ১৮৫০ ফুট প্রস্থ বিশিষ্ট একটি কৃত্রিম জলাশয়। দেশের অন্য কোনো বিভাগীয় শহরের কেন্দ্রস্থলে এমন একটি বিশাল জলাশয়ের অস্তিত্ব নেই। ইতিহাস বলছে, বরিশাল নগরীর গোড়াপত্তনকালে এই পুকুর খনন করা হয়, যা সময়ের সঙ্গে শহরের সম্প্রসারণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে।
"বিবির পুকুর" নামকরণ নিয়ে রয়েছে নানান জনশ্রুতি। ধারণা করা হয়, কোনো ঐতিহাসিক নারী বা জমিদার পরিবারের নারী সদস্যের নামানুসারে এই পুকুরের নামকরণ। স্থানীয় ইতিহাসবিদদের মতে, প্রাচীনকালে বরিশালে নারীর স্মৃতিকে সম্মান জানাতে পুকুরটির এই নামকরণ করা হয়।
আজকের দিনে বিবির পুকুর শুধু একটি জলাশয় নয় — বরং বরিশাল শহরের হৃদস্পন্দন। সকাল-বিকেল এখানে মানুষের পদচারণা লেগেই থাকে। তরুণদের আড্ডা, হাঁটা, পরিবেশ সংরক্ষণ — সব কিছুর কেন্দ্রবিন্দু বিবির পুকুর। বরিশালের আবহাওয়া শীতল রাখতেও এই পুকুর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বরিশাল শহরকে 'প্রাচ্যের ভেনিস' নামে ডাকা হয়, কারণ এখানে নদী-খাল-জলের এমন চমৎকার মিশেল খুব কমই দেখা যায়। কীর্তনখোলা নদী, আরিয়াল খাঁ নদী, গাবখান চ্যানেলসহ অসংখ্য নদী ও খাল বরিশালকে দিয়েছে অপরূপ জলছবি। বিবির পুকুর সেই জলছবিরই এক বিশেষ অধ্যায়।
প্রশ্ন ১: বরিশালের বিবির পুকুর কোথায় অবস্থিত?
উত্তর: বরিশাল নগরীর সদর রোডের পূর্ব পাশে, শহরের প্রাণকেন্দ্রে বিবির পুকুর অবস্থিত।
প্রশ্ন ২: কেন বরিশালকে প্রাচ্যের ভেনিস বলা হয়?
উত্তর: বরিশাল শহরের নদী-খাল সমৃদ্ধ প্রাকৃতিক নেটওয়ার্ক এবং জলপথ নির্ভর জীবনযাত্রার কারণে একে প্রাচ্যের ভেনিস বলা হয়।
প্রশ্ন ৩: বিবির পুকুরের বিশেষত্ব কী?
উত্তর: বিবির পুকুর হলো বরিশালের একমাত্র কৃত্রিম ঐতিহাসিক জলাশয় যা নগরীর প্রসার ও ইতিহাসের অংশ।
অফিস: হাবিব ভবন, ১১৮ সদর রোড, বরিশাল।
মোবাইল: ০১৭৪২-২৮০৪৯৮
মেইল: dailybarishalsangbad@gmail.com
Copyright © 2025 বরিশাল সংবাদ | Barisal News - জেলার সর্বশেষ আপডেট". All rights reserved.