আমতলী উপজেলার একটি ইটভাটায় ৮ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে হাফেজ গাজী নামে এক বৃদ্ধের বিরুদ্ধে। শিশুটির পরিবার এমন অভিযোগ করেছে।
আহত শিশুকে স্বজনরা উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত হাফেজ গাজীকে (৬৫) রোববার রাতে আটক করেছে। ধর্ষণের ঘটনা ঘটেছে শনিবার সন্ধ্যায়।
জানা গেছে, কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার শিশুকন্যার বাবা ও মা আমতলী উপজেলার একটি ইটভাটায় শ্রমিকের কাজ করেন। শনিবার সন্ধ্যায় শিশুটির বাবা-মা ইটভাটাতে কাজ করছিলেন। শিশুটি একাই বাসায় ছিল। শিশুটির পাশের বাসায় ঘটনার সঙ্গে জড়িত হাফেজ গাজীর বাসা। শিশুটি ওই দিন সন্ধ্যায় প্রকৃতির ডাকে সাড়া দিতে বাহিরে যায়। এ সময় হাফেজ গাজী শিশুকে ধরে তার বাসায় নিয়ে যান। ওখানে নিয়ে শিশুটিকে ধর্ষণচেষ্টা করেন বলে দাবি শিশুটির মায়ের।
এদিকে শিশুটির চিৎকারে লোকজন ছুটে এলে অভিযুক্ত হাফেজ গাজী পালিয়ে যান। এ ঘটনা জানাজানি হয়ে গেলে ইটভাটার ম্যানেজার সালিশের ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ঘটনাটি ধামাচাপা দেন।
শিশুটির অবস্থা গুরুতর হলে রোববার সন্ধ্যায় আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। শিশুটি বর্তমানে ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ইটভাটার ম্যানেজার সালিশের ব্যবস্থা করার কথা অস্বীকার করে বলেন, বিষয়টি জানার পরেই হাফেজ গাজীকে পুলিশে দেওয়া হয়েছে।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রাশেদ মাহমুদ রোকনুজ্জামান বলেন, শিশুটির প্রাথমিক চিকিৎসা দিয়ে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আমতলী থানার ওসি মো. আরিফুল ইসলাম আরিফ বলেন, ঘটনার সঙ্গে জড়িত হাফেজ গাজীকে আটক করে থানায় আনা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply