শনিবার, ২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৪৪

বরগুনায় কলাগাছ কাটা নিয়ে যুবককে পিটিয়ে হত্যার,আটক ১

বরগুনায় কলাগাছ কাটা নিয়ে যুবককে পিটিয়ে হত্যার,আটক ১

dynamic-sidebar

বরগুনার আমতলীতে কলাগাছ কাটাকে কেন্দ্র করে আলমগীর প্যাদা (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের পশ্চিম সোনাখালী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের পরিবারের দাবি, সহযোগীদের নিয়ে আলমগীরকে হত্যা করেছে তারই চাচাতো ভাই হাবিল প্যাদা ও হোসেন প্যাদা।

এদিকে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ শনিবার হোসেন প্যাদাকে আটক করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আলমগীরের বড় ভাই আবুল প্যাদা তার জমিতে বৃহস্পতিবার সকালে কলাগাছ লাগান। সেদিনই গাছগুলো কেটে ফেলেন হাবিল প্যাদা ও জিয়া প্যাদা। এই কলাগাছ কাটাকে কেন্দ্র করে আলমগীর ও হাবিলের মধ্যে বৃহস্পতিবার রাতেই হাতাহাতি হয়। বিবাদ মেটাতে শুক্রবার বিকালে সালিশি বৈঠকের কথা বলা হয়। কিন্তু সাবেক ইউপি সদস্য নজরুল ইসলাম মুসুল্লী আসতে না পারায় বৈঠকটি হয়নি।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে আলমগীর দোকান থেকে বাড়ি ফিরছিল। ওই সময় হাবিল, জিয়া, হোসেন, শাহারুল, দুদুল, জহিরুলসহ ১২ থেকে ১৫ জনে তার গতিরোধ করে। পরে তাকে পিটিয়ে জখম করে। খবর পেয়ে আলমগীরের বড় ভাই আবুল, জুলহাস ও শাহিনুর বেগম এগিয়ে গেলে তাদেরও পিটিয়ে জখম করে তারা। পরে স্বজনরা তাদের উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক আলমগীরকে মৃত ঘোষণা করেন। বর্তমানে ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও তিনজন।

মৃতের ভাতিজা আহত জুলহাস বলেন, ‘আমার দাদা তার জমিতে কলাগাছ লাগিয়েছিল। ওই গাছ তারা কেটে ফেলেছে। এ নিয়ে চাচার সঙ্গে হাবিলের হাতাহাতি হয়। সালিশ হওয়ার কথা থাকলেও তা হয়নি। তারা আমার চাচাকে পিটিয়ে হত্যা করেছে। আমরা এ হত্যার বিচার চাই।’

আমতলী থানার ওসি মো. আরিফুল ইসলাম আরিফ বলেন, ময়নাতদন্তের জন্য লাশ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।’

ফেইজবুকে আমরা

ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ🔰

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

লাইভ টিভি

RSS সর্বশেষ

Desing & Developed BY EngineerBD.Net