উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই লঘুচাপটি ঘনীভূত হতে পারে এবং এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরগুলোতে দমকা বা ঝড়োহাওয়া বয়ে যেতে পারে।
মঙ্গলবার রাতে পরিস্থিতি বিবেচনায় পায়রা সমুদ্রবন্দরকে ৩ নাম্বার স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের জারি করা সতর্কবার্তায় বলা হয়েছে, মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
লঘুচাপের প্রভাব ইতোমধ্যে পটুয়াখালীর পায়রা সমুদ্র বন্দর এলাকায় পড়তে শুরু করেছে। মঙ্গলবার সকাল থেকেই গুড়িগুড়ি বৃষ্টির দেখা মেলে। যদিও দুপুরের পর বৃষ্টি থেমে যায়, তবে অনেক জায়গায় আকাশ এখনও মেঘাচ্ছন্ন রয়েছে। বিকাল থেকে রাত ৯টা ৩০ মিনিটে রিপোর্টটি লেখার আগ পর্যন্ত আকাশ মেঘাচ্ছন্ন অবস্থায় রয়েছে।
এছাড়া মঙ্গলবার দুপুরে জোয়ারের সময় নদ-নদীর পানি স্বাভাবিকের চেয়ে এক থেকে দেড় ফুট পর্যন্ত বেড়ে যায়। বিকাল ও সন্ধ্যা নাগাদ বিভিন্ন এলাকায় অস্থায়ী গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে দেখা গেছে।
তবে পায়রা বন্দরের কার্যক্রম এখনো স্বাভাবিক রয়েছে বলে বন্দরের কর্মকর্তারা জানিয়েছেন। তারা জানান, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply