
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় চোর সন্দেহে সেলিম শাহ নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। শনিবার রাত ৩টার দিকে ধাওয়া ইউনিয়নের পশারিবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
সেলিম শাহ (৫০) পশারিবুনিয়া গ্রামের মৃত দৌলাত শাহর ছেলে। পুলিশ রোববার সকালে মরদেহ উদ্ধার করে জেলা মর্গে পাঠিয়েছে।
সেলিম শাহর স্ত্রী শাহানুর বেগমের দাবি, শনিবার রাত ১১টার দিকে তার স্বামীকে কে বা কারা বাড়ি থেকে ডেকে নিয়ে যান। এরপর আর তিনি বাড়ি ফেরেননি। সকালে শুনতে পান, স্বামীকে গ্রামবাসী পিটিয়ে মেরে ফেলেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত আড়াইটার দিকে পশারিবুনিয়া গ্রামের শিক্ষক শহিদুল ইসলাম ফিরোজের বসতঘরের সিঁদ কেটে দুই চোর প্রবেশ করে। তারা ৩০ হাজার টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে যায়। গৃহকর্তার ছেলে মোহাম্মদ আলী মান্না টের পেয়ে প্রতিরোধ করতে গেলে চোরেরা তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। প্রতিবেশী টের পেয়ে গ্রামবাসীকে মোবাইল ফোনে খবর দিলে তারা চোরদের ধাওয়া করে। এ সময় চোর এমাদুল হোসেনসহ অন্যরা মালপত্র নিয়ে পালিয়ে যেতে সক্ষম হলেও ধরা পড়েন সেলিম শাহ। গ্রামবাসী তাকে সড়কে ফেলে বেধড়ক পেটায়। রাত ৩টার দিকে ঘটনাস্থলে মারা যান সেলিম।
ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহম্মদ আনওয়ার বলেন, ঘটনাস্থল থেকে সেলিম শাহর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।