শনিবার, ২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৪৯

পিরোজপুরে এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ২

পিরোজপুরে এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ২

dynamic-sidebar

পিরোজপুরের মঠবাড়িয়ায় এসএসসি পরীক্ষায় প্রক্সি দেওয়ার অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ। শনিবার উপজেলার কে এম লতীফ ইন্সটিটিউশন কেন্দ্র থেকে ওই দুজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের দুই লাখ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল কাইয়ুম।

আটককৃতরা হলেন, ভান্ডারিয়া উপজেলার পশারিবুনিয়া গ্রামের বারেক খানের ছেলে ইয়াসিন ও একই এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে সাদ্দাম হোসেন রনি। এর মধ্যে ইয়াসিন রনির প্রক্সি দিতে এসেছিলেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পরীক্ষা চলাকালীন সময়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি হিসেবে কে.এম লতীফ ইনস্টিটিউশন পরীক্ষা কেন্দ্রে যান উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার নজরুল ইসলাম। কেন্দ্র পরিদর্শনের সময় প্রক্সি দিতে আসা ইয়াসিনের আচরণে সন্দেহ হয় তার। এরপর আইডি কার্ডের সঙ্গে ছবির মিল না পাওয়ায় তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি প্রক্সি দিতে আসার কথা স্বীকার করে।

মঠবাড়িয়া থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘আটককৃত ওই দুজনকে থানায় আনা হয়েছিল। জরিমানার দুই লাখ টাকা পরিশোধের পর তাদের ছেড়ে দেওয়া হয়।’

ফেইজবুকে আমরা

ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ🔰

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

লাইভ টিভি

RSS সর্বশেষ

Desing & Developed BY EngineerBD.Net