শুক্রবার, ২০শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ৭:৫৫

নলছিটি থানার এসআই এর বিরুদ্ধে ঘুষ ও কু-প্রস্তাবের অভিযোগ

নলছিটি থানার এসআই এর বিরুদ্ধে ঘুষ ও কু-প্রস্তাবের অভিযোগ

dynamic-sidebar

 ঝালকাঠির নলছিটি থানার এসআই এসএম আতাউর রহমানের বিরুদ্ধে ঘুষ দাবি ও বাদিকে হয়রানির অভিযোগ উঠেছে। ভুক্তভোগী এক নারী তাঁর বিরুদ্ধে পুলিশ হেডকোয়ার্টার, বরিশাল (সংশোধিত) রেঞ্জ ডিআইজি এবং ঝালকাঠি পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগকারীর নাম নুসরাত জাহান। তিনি ঝালকাঠির নলছিটি উপজেলার কয়া বাজার এলাকার বাসিন্দা এইচ এম শাহআলম শাহর কন্যা। জানা গেছে, গত ১৭ মার্চ তিনি নলছিটি থানায় একটি মামলা করেন, যার তদন্তভার পান এসআই আতাউর রহমান।

নুসরাতের অভিযোগ, মামলার তদন্তের একপর্যায়ে এসআই আতাউর তাঁর কাছে ২০ হাজার টাকা ঘুষ দাবি করেন। তিনি দাবি করেন, টাকা না দিলে মামলার আসামিদের অব্যাহতির সুপারিশ করে আদালতে প্রতিবেদন দেওয়া হবে বলে হুমকি দেন ওই পুলিশ কর্মকর্তা। শুধু তাই নয়, এসআই আতাউর রহমান তাকে কু-প্রস্তাবও দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

নুসরাত বলেন, “আমি তার অবৈধ প্রস্তাবে রাজি হইনি, ঘুষও দেইনি। এরপর তিনি আসামিদের পক্ষ নিয়ে তদন্ত করেন এবং পাঁচজন আসামিকে অব্যাহতি দিয়ে গত ৬ মে আদালতে মনগড়া প্রতিবেদন জমা দেন। তিনি সাক্ষীদের বক্তব্যও গ্রহণ করেননি।”

অভিযোগপত্রে তিনি অনুরোধ জানান, এসআই আতাউরের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত করে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে এসআই আতাউর রহমান বলেন, “আমি এখনো কোনো অভিযোগপত্র দেখিনি। এ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই।” এরপর তিনি ফোন কেটে দেন।

ঘটনার সত্যতা যাচাই ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগী।

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ০১৭১৭৮৯২৬১৭
বিজ্ঞাপন
বরিশালে সকল ধরণের বৈদ্যুতিক পণ্য সরবরাহকারী এবং পাইকারী বিক্রেতা।

M/S MRM BUILDERS

ফেইজবুকে আমরা

ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ🔰

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

লাইভ টিভি

RSS সর্বশেষ

Desing & Developed BY EngineerBD.Net