ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় এক ব্যক্তিকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিত হামলার অভিযোগে চার জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে ৯ এপ্রিল ২০২৫ তারিখে ভুক্তভোগীর স্ত্রী লিপি আক্তার নলছিটি থানায় মামলা দায়ের করেন (মামলা নং–১৩)।
এজাহার অনুযায়ী, ২ এপ্রিল সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ৯ নম্বর দপদপিয়া ইউনিয়নের জুরকাঠী এলাকার সবুজ হাওলাদারের চায়ের দোকানে বসে চা পান করছিলেন সাইফুল ইসলাম আকন। এ সময় পূর্ব শত্রুতার জেরে অভিযুক্ত মো. সরোয়ার (১৯), মো. রিয়াজ তালুকদার (১৯), মো. তুষার তালুকদার (২০), খান মাইনুদ্দিন (৪০) ও অজ্ঞাতনামা ৬/৭ জন একত্রিত হয়ে দোকানে প্রবেশ করে সাইফুলের ওপর হামলা চালায়।
অভিযোগে বলা হয়, বিবাদী খান মাইনুদ্দিন সাইফুলকে মারধরের নির্দেশ দিলে অন্যরা তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মারতে শুরু করে। এরপর দোকান থেকে টেনে-হিঁচড়ে বাইরে এনে ইট দিয়ে সাইফুলের নাক ও মুখে আঘাত করা হয়। এতে তার নাকের হাড় ভেঙে যায়, একটি দাঁত ভেঙে যায় এবং ঠোঁটে গুরুতর জখম হয়। রক্তে ভিজে যায় তার জামা-কাপড়।
এজাহারে আরও বলা হয়, হামলার একপর্যায়ে সাইফুলের পড়নের প্যান্টের পকেট থেকে নগদ ৩৫ হাজার টাকা জোরপূর্বক ছিনিয়ে নেয় অভিযুক্ত তুষার তালুকদার। চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
সাইফুল বর্তমানে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply