আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রাকে নিরাপদ, নির্বিঘ্ন ও সুশৃঙ্খল করতে আজ মঙ্গলবার (০৩ জুন) সকাল থেকে বরিশাল (সংশোধিত) মহানগরীর সার্বিক ট্রাফিক ব্যবস্থাপনা ও গুরুত্বপূর্ণ ডিউটি পোস্টসমূহ পরিদর্শন করেন বরিশাল (সংশোধিত) মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ শফিকুল ইসলাম।
তিনি নগরবাসীর জন্য নিরাপদ ও শৃঙ্খল সড়ক পরিবহন নিশ্চিত করতে দায়িত্ব পালনরত বিএমপির একঝাঁক অকুতোভয় সদস্যদের ডিউটি স্পটে গিয়ে পরিদর্শন করেন। এ সময় তিনি কর্মকর্তাদের উৎসাহ প্রদান করেন এবং দায়িত্ব পালনের ক্ষেত্রে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।
পরিদর্শনকালে তিনি নগরীর বিবির পুকুর পাড় সংলগ্ন ডাচ-বাংলা মোড়ে সাংবাদিকদের সাথে সার্বিক ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে ব্রিফিং করেন। তিনি বলেন, “বিএমপি’র সকল সদস্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা নগরবাসীকে ঈদযাত্রায় সর্বোচ্চ নিরাপত্তা ও ট্রাফিক সুবিধা দিতে বদ্ধপরিকর।”
এ সময় তাঁর সঙ্গে আরও উপস্থিত ছিলেন বিএমপির উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর/উত্তর) সুশান্ত সরকার, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ ইমদাদ হুসাইনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
বরিশাল (সংশোধিত) মেট্রোপলিটন পুলিশ ঈদ উপলক্ষে সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থায় নিয়োজিত থেকে নগরবাসীর নিরাপদ যাত্রা নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞ।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply