শুক্রবার, ২০শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ৮:০২

নগরীর সার্বিক ট্রাফিক ব্যবস্থাপনা পরিদর্শন করলেন বিএমপি কমিশনার

নগরীর সার্বিক ট্রাফিক ব্যবস্থাপনা পরিদর্শন করলেন বিএমপি কমিশনার

dynamic-sidebar

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রাকে নিরাপদ, নির্বিঘ্ন ও সুশৃঙ্খল করতে আজ মঙ্গলবার (০৩ জুন) সকাল থেকে বরিশাল (সংশোধিত) মহানগরীর সার্বিক ট্রাফিক ব্যবস্থাপনা ও গুরুত্বপূর্ণ ডিউটি পোস্টসমূহ পরিদর্শন করেন বরিশাল (সংশোধিত) মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ শফিকুল ইসলাম।

তিনি নগরবাসীর জন্য নিরাপদ ও শৃঙ্খল সড়ক পরিবহন নিশ্চিত করতে দায়িত্ব পালনরত বিএমপির একঝাঁক অকুতোভয় সদস্যদের ডিউটি স্পটে গিয়ে পরিদর্শন করেন। এ সময় তিনি কর্মকর্তাদের উৎসাহ প্রদান করেন এবং দায়িত্ব পালনের ক্ষেত্রে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।

পরিদর্শনকালে তিনি নগরীর বিবির পুকুর পাড় সংলগ্ন ডাচ-বাংলা মোড়ে সাংবাদিকদের সাথে সার্বিক ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে ব্রিফিং করেন। তিনি বলেন, “বিএমপি’র সকল সদস্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা নগরবাসীকে ঈদযাত্রায় সর্বোচ্চ নিরাপত্তা ও ট্রাফিক সুবিধা দিতে বদ্ধপরিকর।”

এ সময় তাঁর সঙ্গে আরও উপস্থিত ছিলেন বিএমপির উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর/উত্তর) সুশান্ত সরকার, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ ইমদাদ হুসাইনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

বরিশাল (সংশোধিত) মেট্রোপলিটন পুলিশ ঈদ উপলক্ষে সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থায় নিয়োজিত থেকে নগরবাসীর নিরাপদ যাত্রা নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞ।

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ০১৭১৭৮৯২৬১৭
বিজ্ঞাপন
বরিশালে সকল ধরণের বৈদ্যুতিক পণ্য সরবরাহকারী এবং পাইকারী বিক্রেতা।

M/S MRM BUILDERS

ফেইজবুকে আমরা

ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ🔰

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

লাইভ টিভি

RSS সর্বশেষ

Desing & Developed BY EngineerBD.Net