
বার্তা ডেস্ক ॥ দেশের জনগণ এখন শান্তি ও উন্নয়নের প্রতীক নৌকায় বিশ্বাসী বলে মন্তব্য করেছেন ভোলা-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।
বুধবার সকালে ভোলার লালমোহন পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের আমিন মিয়া দালাল বাড়িতে নির্বাচনে নৌকার জয় নিশ্চিতের লক্ষ্যে অনুষ্ঠিত উঠানবৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রক্ষমতায় থেকে বাংলাদেশকে উন্নয়নের মহাসড়কে দুর্বার গতিতে এগিয়ে নিচ্ছেন। এই ধারা অব্যাহত রাখতে আসন্ন নির্বাচনেও নৌকার জয়ের বিকল্প নেই। তাই সবাই শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের নৌকা প্রতীকের জয় নিশ্চিত করতে হবে।
পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক বিলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত উঠানবৈঠকে লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, পৌরসভার মেয়র এমদাদুল ইসলাম তুহিন, নূরুন্নবী চৌধুরী শাওনের সহধর্মিণী ফারজানা চৌধুরী রত্না এবং পৌর আওয়ামী লীগের আহ্বায়ক শফিকুল ইসলাম বাদলসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।