বৈরী আবহাওয়া ও নিম্নচাপের প্রভাব কেটে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় দুদিন পর বরিশাল (সংশোধিত) থেকে সব ধরনের লঞ্চ চলাচল শুরু হয়েছে।
শনিবার (৩১ মে) সকাল ৭টা থেকে সব রুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএ বরিশাল (সংশোধিত) নদীর বন্দরের যুগ্ম-পরিচালক (বন্দর ও পরিবহন বিভাগ) শেখ মোহাম্মদ সেলিম রেজা।
তিনি জানান, বৈরী আবহাওয়া ও নিম্নচাপের প্রভাব কেটে যাওয়ায় অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটে সব ধরনের নৌযান চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী শনিবার সকাল ৭টা থেকে সব রুটে নৌযান চলাচল শুরু করে সংশ্লিষ্টরা।
এর আগে বৈরী আবহাওয়া ও নিম্নচাপের প্রভাব কেটে যাওয়ার কারণে বরিশাল (সংশোধিত) থেকে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply