শনিবার, ২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, বিকাল ৪:৩৭

দাখিল পরীক্ষায় না গিয়ে প্রেমিকের বাড়িতে অনশন: ২৪ ঘণ্টায় বিয়ে না হলে আত্মহত্যার হুমকি

দাখিল পরীক্ষায় না গিয়ে প্রেমিকের বাড়িতে অনশন: ২৪ ঘণ্টায় বিয়ে না হলে আত্মহত্যার হুমকি

dynamic-sidebar

দাখিল পরীক্ষার দিন পরীক্ষার আসনে না বসে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেছে এক ছাত্রী। বৃহস্পতিবার সকালে বরগুনার আমতলী উপজেলার পূর্ব চন্দ্রা গ্রামে এই ঘটনা ঘটেছে, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

জানা গেছে, আমতলী উপজেলার মহিষকাটা এলাকার একটি মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী ছাত্রী পূর্ব চন্দ্রা গ্রামের হেলাল মৃধার ছেলে আরিফ মৃধার সঙ্গে দীর্ঘ তিন বছর প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। আরিফ বর্তমানে বরিশাল বিএম কলেজে অনার্স দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত। প্রেমিকের বারবার প্রতিশ্রুতি সত্ত্বেও বিয়েতে অনাগ্রহ দেখে ক্ষুব্ধ হয়ে প্রেমিকা তার বাড়িতে উপস্থিত হন এবং অনশনে বসেন।

ওই ছাত্রী জানান, “বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আরিফ মৃধা একাধিকবার আমাকে শারীরিকভাবে ব্যবহার করেছেন। এখন বিয়ে না করে পালিয়ে বেড়াচ্ছেন। আমার আর কিছু হারানোর নেই। ২৪ ঘণ্টার মধ্যে বিয়ে না করলে আমি আত্মহত্যা করব।”

ওই দিন সকাল ১০টায় তার দাখিল পরীক্ষা থাকলেও তিনি পরীক্ষায় অংশ না নিয়ে প্রেমিকের বাড়িতে অনশন চালিয়ে যান। এলাকাবাসী ঘটনার শান্তিপূর্ণ সমাধান চাইলেও আরিফ ও তার পরিবার পালিয়ে গেছেন।

স্থানীয় ইউপি সদস্য রুহুল আমিন জানান, দুই পরিবারকে সমাধানের জন্য বসানোর চেষ্টা করা হয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত সম্পর্কে তিনি নিশ্চিত নন।

আমতলী থানার ওসি মো. আরিফুল ইসলাম বলেন, “মেয়েটির বয়স এখনো বিয়ের উপযুক্ত নয়। তাকে স্থানীয় একজনের জিম্মায় রাখা হয়েছে এবং তার পরিবারকে জানানো হয়েছে, কিন্তু তারা নিতে রাজি হয়নি।”

ফেইজবুকে আমরা

ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ🔰

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

লাইভ টিভি

RSS সর্বশেষ

Desing & Developed BY EngineerBD.Net