
ঝালকাঠিতে দাঁড়িয়ে থাকা বিদ্যুতের খুঁটিবোঝাই ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় সুমন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় তার সঙ্গে থাকা একজন গুরুতর আহত হয়েছেন।
সোমবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে বরিশাল-ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কের নলছিটি উপজেলার ষাইটপাকিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমন ঝালকাঠি শহরের টিভিএস শোরুমের ম্যানেজার পদে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক মহাসড়কের ষাইটপাকিয়া এলাকায় বিদ্যুতের খুঁটিবোঝাই একটি ট্রাক সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। রাত সাড়ে ১১টার দিকে ঝালকাঠি থেকে বরিশালগামী একটি মোটরসাইকেল দাঁড়িয়ে থাকা ওই ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। এ সময় আহত অবস্থায় একজনকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়।
নলছিটি থানার ওসি মুরাদ আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।