শুক্রবার, ২০শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ৬:৪৯

দক্ষিণবঙ্গ অচল করার হুঁশিয়ারি দিলো বরিশাল বিশ্ববিদ্যালয়

দক্ষিণবঙ্গ অচল করার হুঁশিয়ারি দিলো বরিশাল বিশ্ববিদ্যালয়

dynamic-sidebar

উপাচার্য ড. শূচিতা শরমিনের পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠেছে বরিশাল (সংশোধিত) বিশ্ববিদ্যালয়। দাবিপূরণ না হলে দক্ষিণবঙ্গ অচল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।

মঙ্গলবার বেলা ১২টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচতলায় এক দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এরপর আন্দোলনকারী শিক্ষার্থীরা ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে ‘দক্ষিণবঙ্গ ব্লকেড’ কর্মসূচির ঘোষণা দেন। দাবি পূরণে সময়সীমা বেঁধে দিয়ে শিক্ষার্থীরা বলেন, মঙ্গলবার দুপুর ২টার মধ্যে পদত্যাগ না করলে দক্ষিণবঙ্গ কার্যত অচল করে দেওয়া হবে।

মৃত্তিকা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুজয় বিশ্বাস শুভ বলেন, “উপাচার্যের পদত্যাগের দাবি আমরা আগেই জানিয়েছি, কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্ণপাত করছে না।”

কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান হাফিজ আশরাফুল হক, বাংলা বিভাগের চেয়ারম্যান উন্মেষ রায় ও সমাজকর্ম বিভাগের প্রভাষক মুস্তাকিন বিল্লাহসহ শিক্ষক-কমকর্তারাও এই আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন।

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম প্রায় অচল হয়ে পড়েছে। পরীক্ষাসমূহ সীমিত আকারে চালু থাকলেও ক্লাস এবং অফিস কার্যক্রমে অংশ নিচ্ছেন না শিক্ষক-কর্মচারীরা।

আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে এবং প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ০১৭১৭৮৯২৬১৭
বিজ্ঞাপন
বরিশালে সকল ধরণের বৈদ্যুতিক পণ্য সরবরাহকারী এবং পাইকারী বিক্রেতা।

M/S MRM BUILDERS

ফেইজবুকে আমরা

ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ🔰

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

লাইভ টিভি

RSS সর্বশেষ

Desing & Developed BY EngineerBD.Net