শুক্রবার, ২০শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ৬:৪৯

তিন বন্ধু যাচ্ছিলেন নাস্তা খেতে, গাছ পড়ে একজনের মৃত্যু

তিন বন্ধু যাচ্ছিলেন নাস্তা খেতে, গাছ পড়ে একজনের মৃত্যু

dynamic-sidebar

বরগুনার তালতলীতে গাছের নিচে চাপা পড়ে শরীয়ত বিশ্বাস (১৯) নামের এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ২ জন।

শনিবার (২৪ মে) সকাল সাড়ে ৮টায় উপজেলার পচাকোড়ালিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন আলম প্যাদার বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

নিহত শরীয়ত বিশ্বাস ওই গ্রামের আলমগীর বিশ্বাসের ছেলে ও আমতলী সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা গেছে, শরীয়ত বিশ্বাস তার দুই বন্ধু সুজন ও শাওনের সঙ্গে মোটরসাইকেলে করে পচাকোড়ালিয়া বাজারে নাস্তা খেতে যাচ্ছিলেন। পথিমধ্যে বালিকা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন আলম প্যাদার বাড়ির সামনে পৌঁছলে রাস্তার পাশে শ্রমিকদের কাটা অবস্থায় একটি মেহগনি গাছ হঠাৎ তাদের ওপর পড়ে। গাছের নিচে চাপা পড়ে শরীয়ত বিশ্বাস ঘটনাস্থলে নিহত হয়। সুজন ও শাওন আহত হন।

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ০১৭১৭৮৯২৬১৭
বিজ্ঞাপন
বরিশালে সকল ধরণের বৈদ্যুতিক পণ্য সরবরাহকারী এবং পাইকারী বিক্রেতা।

M/S MRM BUILDERS

ফেইজবুকে আমরা

ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ🔰

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

লাইভ টিভি

RSS সর্বশেষ

Desing & Developed BY EngineerBD.Net