ঝালকাঠিতে শতবর্ষী এক মা তার ছেলের বিরুদ্ধে শারীরিক নির্যাতন ও অর্থ আত্মসাতের অভিযোগে আদালতে মামলা করেছেন। মানবিকতা ও পারিবারিক বন্ধনের অবক্ষয়ের এমন চাঞ্চল্যকর ঘটনায় নড়েচড়ে বসেছে স্থানীয় মহল।
বৃহস্পতিবার দুপুরে ঝালকাঠি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়েরের পর বিচারক মো. রুবেল শেখ অভিযোগটি আমলে নিয়ে আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার বাসন্ডা ইউনিয়নের ধারাখানা গ্রামের বাসিন্দা এবং এলজিইডির গাড়িচালক ইউনুস মোল্লার বিরুদ্ধে এ মামলাটি দায়ের করেন তার শতবর্ষী মা আমিরুল নেছা। মামলার অভিযোগে বলা হয়, তিন বছর আগে জমি বিক্রির মাধ্যমে অর্জিত তিন লাখ টাকা ইউনুস মোল্লার কাছে জমা রাখেন ওই বৃদ্ধা। সম্প্রতি চিকিৎসার জন্য টাকা চাইতে গেলে ইউনুস মোল্লা মায়ের প্রতি অমানবিক আচরণ করে শারীরিকভাবে নির্যাতন চালান। এতে মারাত্মক আহত হয়ে বৃদ্ধা চিকিৎসা নেন ঝালকাঠি সদর হাসপাতালে।
আদালতে মামলার পরপরই বিচারক প্রয়োজনীয় তথ্য পর্যালোচনা করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। বাদীপক্ষের আইনজীবী মামলাটি মানবিক গুরুত্বে বিবেচনায় নিয়ে দ্রুত আইনি পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানালে আদালত তাৎক্ষণিক আদেশ দেন।
এ ঘটনায় এলাকায় তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। প্রতিবেশীসহ স্থানীয় বাসিন্দারা এমন ঘটনায় বিস্ময় প্রকাশ করে দোষী ব্যক্তির দ্রুত বিচার দাবি করেছেন।
অন্যদিকে, অভিযুক্ত ইউনুস মোল্লা অভিযোগ অস্বীকার করেছেন এবং বিষয়টিকে পারিবারিক ষড়যন্ত্র হিসেবে দাবি করেছেন। তবে আদালতের গ্রেপ্তারি পরোয়ানার পর তার অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছে।
এ ঘটনা সমাজে পারিবারিক মূল্যবোধ ও মানবিক সম্পর্কের চরম অবক্ষয়ের প্রতিফলন বলে মনে করছেন সচেতন নাগরিকরা।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply