ঝালকাঠির নলছিটিতে থেমে থাকা ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মাহিন্দ্রার ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
শনিবার (৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের দপদপিয়া জিরো পয়েন্ট বকুলতলা এলাকায় এ ঘটনা ঘটে। নলছিটি থানার ওসি আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, বাকেরগঞ্জ উপজেলার চামটা কৃষ্ণনগর এলাকার হাসেম হাওলাদার (৭০) ও ফলাঘর এলাকার মোহাম্মদ শামীম (৫০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, একটি থেমে থাকা অটোরিকশার সঙ্গে পটুয়াখালী থেকে বরিশালগামী যাত্রীবাহী একটি মাহিন্দ্রা গাড়ি পেছন থেকে ধাক্কা দিলে অটোরিকশা ও চালক ছিটকে খাদে পড়ে যান। এতে মাহিন্দ্রার সব যাত্রী আহত হন। এ সময় ঘটনাস্থলে একজন মারা যান। আহতদের বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরও একজন।
নলছিটি থানার ওসি আব্দুস সালাম বলেন, নিহতদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। মাহিন্দ্রা গাড়ি আমাদের হেফাজতে রয়েছে।
অফিস: হাবিব ভবন, ১১৮ সদর রোড, বরিশাল।
মোবাইল: ০১৭৪২-২৮০৪৯৮
মেইল: dailybarishalsangbad@gmail.com
Copyright © 2025 বরিশাল সংবাদ | Barisal News - জেলার সর্বশেষ আপডেট". All rights reserved.