ঝালকাঠির নলছিটিতে সিএনজিচালিত থ্রি হুইলার ও মোটরসাইকেলের সংঘর্ষে মো. গোলাম মোস্তফা (৫৬) নামে এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।
শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ভরতকাঠি এলাকার বরিশাল-পটুয়াখালী আঞ্চলিক সড়কের এ দুর্ঘটনা ঘটে।
নিহত গোলাম মোস্তফা বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের কাঠালিয়া গ্রামের মৃত আমজাদ আলী হাওলাদারের ছেলে। সদর উপজেলার চন্দ্রমোহন দাখিল মাদ্রাসার শিক্ষকতা করতেন তিনি।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, থ্রী হুইলারে করে ওই অধ্যক্ষসহ তিন যাত্রী বরিশাল থেকে বাকেরগঞ্জের দিকে যাচ্ছিলেন। থ্রি হুইলারটি ভরতকাঠি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে সিএনজিচালিত যানটির সংঘর্ষ হয়। এতে থ্রি হুইলারের চালকসহ চারজন ও মোটরসাইকেলের দুই আরোহী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন রাতেই শিক্ষক গোলাম মোস্তফার মৃত্যু হয়।
নলছিটি থানার ওসি মো. আব্দুস সালাম বলেন, ‘দুর্ঘটনা কবলিত দুই যানই জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply