রবিবার, ২০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৯:৪৯

ঝালকাঠিতে নিজ ঘরে থেকে ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঝালকাঠিতে নিজ ঘরে থেকে ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

dynamic-sidebar

ঝালকাঠি শহরের পৌর খেয়াঘাট-সংলগ্ন ৯ নম্বর ওয়ার্ডে একটি ভাড়া বাসা থেকে সুরাইয়া আক্তার (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৭ জুন) দিবাগত রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। সুরাইয়া নলছিটি উপজেলার বারইকরন গ্রামের মো. জাকির হোসেনের মেয়ে। সে শহরের পৌর খেয়াঘাট এলাকার নানাবাড়িতে থেকে লেখাপড়া করতো। বিষয়টি নিশ্চিত করেছে ঝালকাঠি সদর থানা পুলিশ।

নিহতের পরিবার জানায়, ঘটনার কিছুক্ষণ আগে সুরাইয়া রিফাত নামের এক ছেলের সঙ্গে দেখা করতে গিয়েছিল। পরে বাসায় ফিরে এসে কান্নাকাটি করতে থাকে এবং নানিকে জানায়- ‘ছেলেটি তাকে গালিগালাজ করেছে’। এরপর সে আইসক্রিম খেতে চায়। নানি আইসক্রিম আনতে বাইরে গেলে সুরাইয়া নিজের ঘরের দরজা বন্ধ করে দেয়। দীর্ঘ সময় সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা দরজা ভেঙে ঘরে ঢুকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় তাকে ঝুলতে দেখেন। পরে তাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঝালকাঠি সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) হুমায়ন কবির বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ০১৭১৭৮৯২৬১৭
বিজ্ঞাপন
বরিশালে সকল ধরণের বৈদ্যুতিক পণ্য সরবরাহকারী এবং পাইকারী বিক্রেতা।

M/S MRM BUILDERS

ফেইজবুকে আমরা

ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ🔰

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

লাইভ টিভি

RSS সর্বশেষ

Desing & Developed BY EngineerBD.Net