হোমঝালকাঠিঝালকাঠিতে গরু চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

ঝালকাঠিতে গরু চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

ঝালকাঠির নলছিটিতে গরু চোর সন্দেহে আব্দুর রাজ্জাক নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) ভোরে উপজেলার দপদপিয়া ইউনিয়নের চর তিমিরকাঠি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম আব্দুর রাজ্জাক (৩০)। তিনি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের ঢাপড় এলাকার শাহজাহান হাওলাদারের ছেলে।

এলাকাবাসী জানান, গরু চুরি করে ট্রলারে তোলার সময় এলাকাবাসী চোরকে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলে আব্দুর রাজ্জাক মারা যান।

ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মহিতুল ইসলাম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে এর আগে একাধিক চুরির মামলা রয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

- Advertisment -spot_imgspot_img

Most Popular