বরিশাল (সংশোধিত)-৫ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (২৬ মে) দুপুরে তাকে বরিশাল (সংশোধিত)ের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে এই আদেশ দেন বিচারক।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবুল কালাম আজাদ বলেন, জেবুন্নেছা আফরোজের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়। বরিশাল (সংশোধিত)ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মারজুক আব্দুল্লাহর করা একটি মামলায় তাকে পুলিশ আদালতে নিয়ে যায়।
এরপর অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক হাবিবুর রহমান আসামিকে গ্রেফতার দেখিয়ে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে ১৬ মে জেবুন্নেছা আফরোজকে ঢাকা থেকে গ্রেফতার করে পুলিশ। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বরিশাল (সংশোধিত) মহানগর শাখার সহ-সভাপতি। তার স্বামী বরিশাল (সংশোধিত) সিটি করপোরেশনের সাবেক মেয়র শওকত হোসেন হিরণ।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply