শুক্রবার, ২০শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ৬:২০

জালনোট ও তৈরির সরঞ্জামসহ র‌্যাবের হাতে আটক ২

জালনোট ও তৈরির সরঞ্জামসহ র‌্যাবের হাতে আটক ২

dynamic-sidebar

জালনোট ও নোট তৈরির সরঞ্জামসহ দুই যুবককে আটক করেছে র‌্যাব-৮। মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৮ এর সিনিয়র সহকারী পরিচালক অমিত হাসান। অভিযানে আটককৃতরা হলো পটুয়াখালীর রাঙ্গাবালি উপজেলার নিজহাওলা এলাকার মাসুদ মীরের ছেলে অয়ন মীর (২৩) ও পটুয়াখালী সদরের মৌকরণ এলাকার সহিদ ইসলাম খানের ছেলে তামিম খান (২৩)। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালীর মৌকরণ এলাকার অয়ন মীরের ভাড়া বাসায় অভিযান চালায় র‌্যাব। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় অয়ন মীর ও তামিম খানকে আটক করা হয়।  তাদের কাছ থেকে ১৭ হাজার ৭শ টাকার জাল নোট উদ্ধার করা হয়। পাশাপাশি অয়নের তথ্যানুযায়ী তার ঘর থেকে জাল টাকা ছাপানোর কাজে ব্যবহৃত একটি প্রিন্টার, একটি ল্যাপটপ, ক্যাবলসহ একটি মাউস, একটি কী বোর্ড, দুই পাতা জাল নোটের নমুনা, দুইটি মোবাইল এবং চারটি সিমকার্ড উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের পর উভয়কে পটুয়াখালী সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ০১৭১৭৮৯২৬১৭
বিজ্ঞাপন
বরিশালে সকল ধরণের বৈদ্যুতিক পণ্য সরবরাহকারী এবং পাইকারী বিক্রেতা।

M/S MRM BUILDERS

ফেইজবুকে আমরা

ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ🔰

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

লাইভ টিভি

RSS সর্বশেষ

Desing & Developed BY EngineerBD.Net