শুক্রবার, ২০শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ৮:০১

জাতীয় পার্টিতে কোনো চাঁদাবাজ খুঁজে পাবেন না: হাবুল

জাতীয় পার্টিতে কোনো চাঁদাবাজ খুঁজে পাবেন না: হাবুল

dynamic-sidebar

জাতীয় পার্টি শান্তিপ্রিয় গণতান্ত্রিক রাজনৈতিক দল, এ জাতীয় পার্টিতে কোনো সন্ত্রাসী খুঁজে পাবেন না, এ জাতীয় পার্টিতে কোনো লুটেরা, চাঁদাবাজদের খুঁজে পাবেন না।

রোববার (১ জুন) দুপুর ২টায় বরিশাল (সংশোধিত) প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে জাতীয় পার্টি বরিশাল (সংশোধিত) মহানগরের আহ্বায়ক ও জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল এ কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, আমাদের চেয়ারম্যান জিএম কাদের পরিচ্ছন্নভাবে কথা বলেন। ফ্যাসিবাদী সরকার যখন প্রতিষ্ঠিত ছিল, তখন জিএম কাদেরের মতো লোক পার্লামেন্টে এবং বাইরে কড়া ভাষায় সমালোচনা করেছেন।

এমনকি বিএনপি জামায়াতও এমন সমালোচনা করেনি।

বরিশাল (সংশোধিত)ে জাতীয় পার্টির নেতাদের ওপর হামলার বিষয়ে তিনি বলেন, গত বৃহস্পতিবার রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে যান।

সেখানে তার বাসভবনে হামলার ঘটনা ঘটলে, সারা জাতি হতভম্ব হয়। আর ওই হামলার প্রতিবাদে সারাদেশ ব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শনিবার বিকেলে বরিশাল (সংশোধিত) নগরের ফকিরবাড়ি রোডস্থ দলীয় কার্যালয়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এরপর আমরা সহজ-সরল মন নিয়ে একটি বিক্ষোভ মিছিল বের করে সদর রোডের দিকে যাই। তখন পেছন থেকে কাপুরুষের মতো কিছু দুর্বৃত্ত এবং টোকাই প্রকৃতির লোক লাঠিসোঁটা এবং দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মিছিলের শেষভাগে হামলা করে। পেছন থেকে হামলার ফলে আমাদের জাতীয় পার্টির অনেক নেতাকর্মী আহত হয়েছে, এরপর আমরা ঘুরে দাঁড়িয়ে হামলাকারীদের প্রতিহত করার জন্য এগিয়ে গেলে তারা বিভিন্ন দিকে দৌড়ে ছুটে যায়। ফলে ওইসময় হামলাকারীদের আমরা চিহ্নিত করতে পারিনি।

তিনি বলেন, বরিশাল (সংশোধিত)ের জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে প্রতিটি রাজনৈতিক দলের সঙ্গে সুসম্পর্ক রয়েছে। ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের সময় আমরাই কথা বলেছি, আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি কিন্তু আমাদের ওপর তখনও বর্বরোচিত হামলা হয়নি। অথচ ফ্যাসিবাদ উত্তরণের পর বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে আওয়ামী ফ্যাসিবাদের চেয়ে দুর্দান্ত ভয়ানক একটি ফ্যাসিবাদী ব্যবস্থা কায়েমের লক্ষে একটি চক্র বাংলাদেশের রাজনীতিতে আবির্ভূত হয়েছে। মব জাস্টিসের নামে যা হচ্ছে তা সবাই জানেন। একটি ভয়ানক অবস্থার মধ্য দিয়ে দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা চলছে।

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ০১৭১৭৮৯২৬১৭
বিজ্ঞাপন
বরিশালে সকল ধরণের বৈদ্যুতিক পণ্য সরবরাহকারী এবং পাইকারী বিক্রেতা।

M/S MRM BUILDERS

ফেইজবুকে আমরা

ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ🔰

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

লাইভ টিভি

RSS সর্বশেষ

Desing & Developed BY EngineerBD.Net