শনিবার, ২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:১৮

ছাত্রলীগ নেতার সঙ্গে পুলিশের গোপন আঁতাত: বরিশালে ফাঁস হলো ‘সোর্স’ নাটক

ছাত্রলীগ নেতার সঙ্গে পুলিশের গোপন আঁতাত: বরিশালে ফাঁস হলো ‘সোর্স’ নাটক

dynamic-sidebar

স্বৈরাচারী সরকারের পতনের পরেও পুলিশ বিভাগে এখনও তাদের ছায়া রয়ে গেছে—এমন অভিযোগ বহুদিন ধরেই সাধারণ মানুষের মুখে মুখে। এবার বরিশালের রুপাতলিতে সেই অভিযোগের প্রমাণ মিলেছে চোখে পড়ার মতো এক ঘটনায়।

গতকাল রাতে বরিশাল নগরীর রুপাতলী হাউসিং এলাকায় কামাল নামের এক ব্যক্তিকে গ্রেফতার করতে গিয়ে ধরা পড়ে পুলিশের সঙ্গে ছাত্রলীগ নেতার ঘনিষ্ঠ সম্পর্ক। অভিযানে অংশ নেয় কোতোয়ালি মডেল থানার সাব-ইন্সপেক্টর মাজেদ নেতৃত্বাধীন একটি টিম। ওই দলে দেখা যায় খালেদ খান রবিন নামে এক ছাত্রলীগ নেতাকে, যিনি নিজেকে পুলিশ সোর্স পরিচয়ে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

জানা যায়, রবিন চরকাউয়া এলাকার সাদেকুর রহমান খলিল খানের ছেলে এবং বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক নেতা। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, যার মধ্যে রয়েছে বরিশালে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের মতো গুরুতর অভিযোগ। অথচ, এমন একজন ব্যক্তিকে পুলিশের ‘সোর্স’ হিসেবে ব্যবহার করে তার নিরাপদে পালিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ।

ঘটনাস্থলে উপস্থিত কামালের স্ত্রী অনামিকা জেসমিন জানান, রবিনকে দেখে তার পরিচয় জানতে চাইলেই সে মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে কোতোয়ালি থানার এসআই পিনাকি সেই মোটরসাইকেলটি থানায় নিয়ে যান। এবিষয়ে পিনাকি বলেন, মোটরসাইকেল আমি মাজেদ স্যারের কথায় নিয়ে আসছি।
আবার পরে মাজেদ তা নিয়ে যান। পুলিশ বাহিনীর এই রহস্যময় ভূমিকায় ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দা মনির খলিফা বলেন, “পুলিশ এখনও ক্ষমতাসীন দলের দালাল হিসেবে কাজ করছে। ছাত্রলীগ নেতাকে সোর্স বানিয়ে সাধারণ মানুষের চোখে ধুলা দিচ্ছে।”

এই বিষয়ে কোতোয়ালি থানার ওসি মিজানুর রহমান বলেন, “রবিন নামে কাউকে আমি চিনি না।” অথচ তারই অধীনস্থ পুলিশ সদস্যরা রবিনকে ‘সোর্স’ বলে নিশ্চিত করছেন।

পুলিশ কমিশনার শফিকুল ইসলাম জানিয়েছেন, রবিনের নামে মামলা থাকলে তাকে গ্রেফতার করা হবে। কিন্তু তিনি এই ঘটনায় বিস্তারিত কিছু বলতে রাজি হননি।

তবে সাধারণ মানুষের প্রশ্ন—পুলিশ কি এখনো জনগণের বাহিনী, না কি রাজনৈতিক দাসত্বে নিমজ্জিত একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে? যে পুলিশ আজো অগ্নিসংযোগ মামলার আসামিকে আড়াল করে, সেই পুলিশই সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করবে কিভাবে?

ফেইজবুকে আমরা

ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ🔰

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

লাইভ টিভি

RSS সর্বশেষ

Desing & Developed BY EngineerBD.Net