হোমপ্রশাসন ও আইন আদালতচায়ের দোকানে বসে মাদকের কারবার, অতঃপর..

চায়ের দোকানে বসে মাদকের কারবার, অতঃপর..

চায়ের দোকানে বসে মাদকের কারবার করার সময় ইজ্জত আলী ও শংকর নামে দুই কারবারিকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। এ সময় তাদের কাছে থাকা দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়।

 

 

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে বরগুনার আমতলী উপজেলার আমতলী পৌরশহরের ৭নং ওয়ার্ডের সময় ক্লিনিকের পাশে মতিয়ার রহমানের চায়ের দোকান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন বরগুনা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা বশিরুল আলম।

গ্রেপ্তাররা হলেন- ইজ্জত আলী সুনামগঞ্জ সদরের মনপুর এলাকার আ. হকের ছেলে ও শংকর আমতলীর হলদিয়া ইউনিয়নের ছোনাউটা গ্রামের উপেন শিকদারের ছেলে।

ডিবি কার্যালয় সূত্রে জানা গেছে, গোপনে আগে থেকে মাদক কারবারের সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের দুজনকে আটক করেছে ডিবি পুলিশের সদস্যরা।

বরগুনা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা বশিরুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল থেকে ইজ্জত আলী ও শংকরকে গাঁজাসহ গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার গাজার বাজার মূল্য প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা। এ বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম চলমান আছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

- Advertisment -spot_imgspot_img

Most Popular