হোমঅন্যানকুয়াশায় ঢাকা পড়েছে পটুয়াখালীর জনপদ

কুয়াশায় ঢাকা পড়েছে পটুয়াখালীর জনপদ

শীতের তীব্রতা কিছুটা কমলেও পটুয়াখালীর কলাপাড়ায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। আজ সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা পড়েছে গ্রামীণ জনপদ। বেলা বাড়লেও দেখা মিলেনি সূর্যের। এর প্রভাব পড়েছে সড়ক মহাসড়কগুলোতে। তাই দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে চলছে গাড়ি। ব্যাহত হচ্ছে নৌযান চলাচল।

এদিকে অতি মাত্রার ঘন কুয়াশায় দুশ্চিন্তায় পড়েছেন তরমুজ সহ সবজি চাষিরা। এমন অবস্থা চলতে থাকলে বড় ক্ষতি মুখে পরবেন তারা।

কৃষক খোকন শিকদার বলেন, এবছর তরমুজের বেশ ভালোই ফলন হয়েছে। কিন্তু কয়েকদিন ধরে ব্যাপক কুয়াশা পড়ছে। এভাবে কুয়াশা ঝড়তে থাকলে খেতের ক্ষতি হতে পারে বলে এমন আশঙ্কা করেছেন ওই কৃষক।

শ্রমিক সোবাহান মিয়া বলেন, ‘ঢাকা থেকে ছেড়ে আসা মালবাহী জাহাজ সকাল ছয়টায় ঘাটে আসার কথা ছিল। কিন্তু কুয়াশার কারণে সকাল দশটায়ও এসে পৌঁছাতে পারেনি। এজন্য ঘাটে অপেক্ষা করছি।’

বাসচালক মালেক হোসেন বলেন, সকালে যতক্ষণ গাড়ি চলছে ততক্ষণ হেডলাইট জ্বালানো ছিল। এত কুয়াশা পড়েছে যে খুবই ধীরগতিতে গাড়ি চালাতে হয়েছে।

পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাংবাদিকদের আক্তার জাহান জানান, কুয়াশার পরিমাণ বেড়েছে। আগামী এক সপ্তাহ জুড়ে এই অবস্থা বিরাজ করতে পারে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

- Advertisment -spot_imgspot_img

Most Popular