সিরাজগঞ্জের তালম ইউনিয়নের স্কুলছাত্রী তানিয়াকে (১৫) কামড় দেয় একটি গোখরা সাপ। সেসময় সাপটিকে পিটিয়ে মেরে ফেলা হয়। এরপর সেই সাপ নিয়ে টিকটক বানায় তানিয়া। পরে বিষক্রিয়া শুরু হলে বিষয়টি তার মাকে জানায় সে।
গত রবিবার (২৫ মে) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। তানিয়া স্থানীয় তালম উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।
তানিয়ার বাবা আবু তাহের জানান, রাতে বাথরুমে যাওয়ার সময় একটি গোখরা সাপ তাকে কামড় দেয়। বিষয়টি পাত্তা না নিয়ে বাঁশের লাঠি দিয়ে সাপটিকে পিটিয়ে মেরে টিকটক করে তানিয়া। পড়ে বিষক্রিয়া শুরু হলে মাকে জানায়। পরবর্তীতে ক্ষতস্থানের ওপরে বাঁধন দিয়ে রাতভর এলাকার বিভিন্ন ওঁঝার কাছে নিয়ে বিষ নামানোর চেষ্টা করেন। তাতে পরিস্থিতি অবনতি হলে ভোররাতে তানিয়াকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু ততক্ষণে মেয়েটি কোমায় চলে যায়।
তিনি আরো জানান, চিকিৎসকরা জরুরিভাবে বোর্ড বসিয়ে মৃত সাপের ছবি দেখে সাপের প্রজাতি চিহ্নিত করেন। সে অনুযায়ী তাকে অ্যান্টিভেনম দেওয়া হয়। অ্যান্টিভেনম দেওয়ার পর ধীরে ধীরে কোমায় থেকে স্বাভাবিক হতে থাকে এবং ঘটনার দুই দিন পর তানিয়ার জ্ঞান ফিরে আসে। বর্তমানে সে সুস্থ রয়েছে। তবে চিকিৎসকরা আরো কয়েক দিন পর্যবেক্ষণে থাকতে বলেছেন।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply