হোমবরিশাল নগরীআলেকান্দা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি হলেন আফরোজা খানম নাসরিন

আলেকান্দা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি হলেন আফরোজা খানম নাসরিন

বরিশাল মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা আফরোজা খানম নাসরিন আলেকান্দা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন। গতকাল (২৮ জানুয়ারি) বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ইউনুস আলী তাকে চূড়ান্ত মনোনয়ন প্রদান করেন।

আফরোজা খানম নাসরিন বরিশালে একজন সুপরিচিত শিক্ষানুরাগী। পাশাপাশি, তিনি বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন, যা তাকে দেশব্যাপী পরিচিতি এনে দেয়।

সভাপতি নির্বাচিত হওয়ায় আফরোজা খানম নাসরিনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সোমালিয়ার দারুসসালাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শেখ আসিফ এস. মিজান। তিনি আশা প্রকাশ করেন যে, নাসরিনের নেতৃত্বে আলেকান্দা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে নতুন দিগন্তের সূচনা হবে।

এই গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণের পর আফরোজা খানম নাসরিন বলেন, “আমি বিশ্বাস করি, শিক্ষা হল সমাজ পরিবর্তনের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। আমি এই বিদ্যালয়ের উন্নয়নে সর্বাত্মক চেষ্টা করব এবং শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করব।”

বরিশালবাসী নাসরিনের এই দায়িত্ব গ্রহণকে ইতিবাচকভাবে দেখছেন এবং বিদ্যালয়ের উন্নয়নে তার কার্যকরী ভূমিকার প্রত্যাশা করছেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

- Advertisment -spot_imgspot_img

Most Popular