শুক্রবার, ২০শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ৭:২৪

‘আমি গরীব, এটাই আমার দোষ’—চিরকুট লিখে যুবকের আত্মহত্যা

‘আমি গরীব, এটাই আমার দোষ’—চিরকুট লিখে যুবকের আত্মহত্যা

dynamic-sidebar

আমি গরীব। এটাই আমার দোষ। আমি কাউকে কোনো দোষ দিচ্ছি না, নিজের ইচ্ছায় আল্লাহর নামে জীবন ত্যাগ করলাম।”—চিরকুটে এমন মর্মান্তিক বার্তা লিখে ঢাকায় আত্মহত্যা করেছেন মো. কাওসার হোসেন (২৫) নামের এক যুবক।

বুধবার (১৪ মে) সকাল ১০টার দিকে ঢাকার মোহাম্মদপুরে একটি ভাড়া বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। পরে রাতেই পটুয়াখালীর বাউফল উপজেলার মদনপুরা ইউনিয়নে তাঁর লাশ দাফন করা হয়।

নিহত কাওসার মদনপুরার প্রয়াত শাহ আলম মৃধার ছেলে। পরিবার সূত্রে জানা গেছে, তিনি বাউফল সরকারি কলেজ থেকে ২০২৪ সালে এইচএসসি পাস করে কাজের সন্ধানে ঢাকায় পাড়ি জমান। কিছুদিনের মধ্যে বিয়েও করেন। তবে বেকারত্ব ও দারিদ্র্যের কারণে স্ত্রী-পরিবার নিয়ে স্বাভাবিক জীবনযাপন করতে পারছিলেন না। এই হতাশা থেকেই তিনি আত্মহত্যার পথ বেছে নেন বলে ধারণা পরিবার ও বন্ধুদের।

নিহতের বন্ধুরা জানান, বুধবার রাতেই মোহাম্মদপুরের ভাড়া বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পাশেই পড়ে ছিল একটি চিরকুট, যাতে লেখা ছিল—
আমার একটাই দোষ, আমি গরীব। আমি কাউকে কোনো দোষ দিচ্ছি না, নিজের ইচ্ছায় জীবন ত্যাগ করলাম।

মরদেহ ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে দীর্ঘক্ষণ পড়ে ছিল। আর্থিক সংকটের কারণে তার মা মরদেহ আনতে ব্যর্থ হন। বিষয়টি জানতে পেরে বাউফল উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. শফিকুল ইসলাম মাসুদ মরদেহ গ্রামে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন এবং দাফনের প্রক্রিয়া সম্পন্ন করেন।

তার মৃত্যুতে এলাকায় এবং শিক্ষাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

নিহতের বাবা শাহ আলম মৃধা কান্নাজড়িত কণ্ঠে বলেন, “ছেলেটা আমার বড় ভালো ছিল। বিয়ে করে বউ নিয়ে ঢাকায় চলে যায়। আল্লাহ মানুষকে যেভাবে রাখে খুশি থাকতে হয়। কিন্তু ও যে আত্মহত্যা করবে, তা ভাবতেই পারিনি।”

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ০১৭১৭৮৯২৬১৭
বিজ্ঞাপন
বরিশালে সকল ধরণের বৈদ্যুতিক পণ্য সরবরাহকারী এবং পাইকারী বিক্রেতা।

M/S MRM BUILDERS

ফেইজবুকে আমরা

ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ🔰

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

লাইভ টিভি

RSS সর্বশেষ

Desing & Developed BY EngineerBD.Net