হোমবরিশালআগৈলঝাড়ায় ছাত্রদলের আহ্বায়ক হামিদুল বহিষ্কার

আগৈলঝাড়ায় ছাত্রদলের আহ্বায়ক হামিদুল বহিষ্কার

বরিশালের আগৈলঝাড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হামিদুল ইসলাম মহিদুলকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বহিষ্কার করা হয়।

এ বিষয়ে উপজেলা ছাত্রদলের কেউ বিস্তারিত কিছু না জানালেও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাতুল ইসলাম শাহেদ স্থানীয় সাংবাদিকদের আহ্বায়ক বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, গত ১৩ সেপ্টেম্বর উপজেলার কালীখোলা এলাকায় ডেকে ছাত্রদল নেতা হামিদুল ইসলাম মহিদুলসহ ৮-১০ জন উজ্জ্বল কুমার রাহা নামে এক ব্যবসায়ীকে মারধর করে। পরে তার কাছে চাঁদা দাবি করে এবং আটকে রাখে।

উপজেলার বাকাল গ্রামের বাসিন্দা ভুক্তভোগী উজ্জ্বল কুমার রাহা সাংবাদিকদের জানান, ৫০ হাজার টাকা চাঁদার দাবিতে তাকে আটকে রাখা হয়। পরে তার স্ত্রী গিয়ে ১০ হাজার টাকা এবং পরে বাকি টাকা দেওয়ার আশ্বাসে ছাড়িয়ে আনেন।  আর ওই সময় তার (উজ্জলের) মোবাইল ফোনের মেমরি কার্ডও খুলে রেখে দেয় ছাত্রদল নেতা হামিদুল ইসলাম মহিদুল।

যদিও এ বিষয়ে মহিদুল সরাসরি কোনো বক্তব্য গণমাধ্যমকে না দিলেও তার সহযোগীরা জানান, পুরো বিষয়টি রাজনৈতিক প্রতিহিংসার অংশ বলে দাবি করেছেন তার অনুসারীরা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

- Advertisment -spot_imgspot_img

Most Popular