
অত্যাধুনিক সকল প্রযুক্তির মাধ্যমে পুরুষ এবং শিশুদের জন্য বিউটি এন্ড লাইফস্টাইল সেবা নিয়ে বরিশালে যাত্রা শুরু করলো বিএসএল জেন্টস পার্লার।
সোমবার বিকেলে নগরীর পূর্ব বগুড়া রোড সোনালী ব্যাংক সংলগ্ন এলাকায় এ জেন্টস পার্লারের উদ্বোধন করা হয়।
এসময় বরিশালের খবরের সম্পাদক এম সালাহউদ্দিন, বরিশাল নিউজ এডিটরস কাউন্সিলের সাধারণ সম্পাদক রিপন হাওলাদার, বরিশাল জেলা নরসুন্দর কল্যান সমিতির আহবায়ক সুজন চন্দ্র শীল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বিএসএল জেন্টস পার্লারের সত্বাধিকারী সুদেব চন্দ্র শীল জানান, বিএসএল জেন্টস পার্লার অত্যাধুনিকমানের ও সম্পূর্ণ শীতাতাপ নিয়ন্ত্রিত। পুরুষ ও শিশুদের জন্য হেয়ারকাট থেকে শুরু করে সব ধরনের বিউটি বা সেলুন সার্ভিসের সমন্বিত সব আধুনিক সুযোগ সুবিধা নিয়ে ‘ বিএসএল জেন্টস পার্লার’ প্রতিষ্ঠিত হয়েছে।
বিএসএল জেন্টস পার্লারে সার্ভিস সমূহের মধ্যে রয়েছে, ফ্যাশনেবল হেয়ার কাটিং, ফ্যাশনেবল হেয়ার কালার, হেয়ার ট্রিটমেন্ট, স্কিনওয়াইজ ফেসিয়াল, ম্যাসাজসহ সব বয়সী পুরুষ এবং শিশুদের বিউটি এন্ড লাইফ স্টাইলে বিভিন্ন ধরনের সেবা। একদল চৌকস, দক্ষ এবং স্মার্ট অভিজ্ঞতা সম্পন্ন হেয়ার ড্রেসার এবং বিউটি এক্সপার্ট প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত সেবা প্রদান করবেন।